ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে বরগুনায় মশাল মিছিল

এখন জনপদে
0

ধর্ষণের বিচার নিশ্চিতের লক্ষ্যে দ্রুততম সময়ে বিচার বিভাগের ট্রাইবুনাল গঠন এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান রেখে প্রজ্ঞাপন জারির দাবিতে আজ (বুধবার, ১২ মার্চ) সন্ধ্যায় বরগুনা সরকারি কলেজ থেকে একটি মশাল মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড়ে এসে শেষ হয়।

মিছিলে বরগুনা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ বরগুনার সকল শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা জানান, সারাদেশে কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রেই যৌন হয়রানি বৃদ্ধি পাচ্ছে। তিন বছরের শিশু থেকে বৃদ্ধ সকলেই হয়রানির শিকার হচ্ছে।

সারাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ধর্ষকদের দ্রুত শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা।

এছাড়া, ধর্ষণ, যৌন নিপীড়ন, পারিবারিক নির্যাতন বন্ধে কঠোর আইন প্রণয়নসহ বিশেষ নারী আদালত প্রতিষ্ঠার দাবিও জানান তাঁরা।

এসএস