ঐকমত্য ছাড়াই শেষ হলো ২০টি দেশের অর্থনৈতিক জোট জি টোয়েন্টির অর্থমন্ত্রীদের বৈঠক। আয়োজক দক্ষিণ আফ্রিকা জানায়, অনেক দেশ আলোচনা থেকে নিজেদের সরিয়ে নেয়ায় বিশ্ব অর্থনীতির অনেক ইস্যুতে ঐক্যমতে পৌঁছানো যায়নি।
জলবায়ুতে বিনিয়োগ নিয়েও তেমন কোনো সাড়া মেলেনি বৈঠকে। কেপটাউনে অনুষ্ঠিত দুইদিনব্যাপী বৈঠকে অংশ নেয়নি যুক্তরাষ্ট্র, ভারত, চীন আর জাপানের অর্থমন্ত্রীরা।
জি টোয়েন্টি সদস্য দেশগুলোর ওপর বিশ্বের মোট জিডিপি প্রবৃদ্ধির ৮৫ শতাংশ আর আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশ নির্ভর করে।