প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হচ্ছে দুই দল। আবহাওয়া সূত্রমতে বৃহস্পতিবার বৃষ্টি হানা দিতে পারে রাওয়ালপিন্ডিতে।
নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই আসর থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে দুই দল মুখোমুখি হয়েছিল একবারই। ২০০৩ সালে একমাত্র ওয়ানডেতে জয় পায় পাকিস্তান।
দু'দলের মুখোমুখি ৩৯বারের লড়াইয়ে পাকিস্তানের জয় ৩৪টিতে। আর বাংলাদেশের জয় পাঁচটিতে।
পাকিস্তানের মাটিতে ১২ ম্যাচের১২ টিতেই জিতেছে স্বাগতিকরা। গ্রুপপর্বের শেষ ম্যাচ জিতেই আসর শেষ করতে চাইবে উভয়ই।