হার দিয়ে শুরু নারী ফুটবল দলের

0

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

গতকাল (বুধবার, ২৬ ফেব্রুয়ারি) নতুন বাংলাদেশ নিয়ে ৩-৪-৩ আক্রমণাত্মক ফরমেশনে মাঠে নামে বাটলারের শিষ্যরা। তবে ১৮ মিনিটেই পিছিয়ে পরে লাল সবুজের দল। এলিজাবেথের গোলে লিড নেয় আমিরাতের মেয়েরা।

এর ১০ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিক মেয়েরা। ম্যাচের ৩৪ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ করে আফিদা খন্দকার। দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলেও গোল আদায় করে নিতে পারেনি সুলতানা-শাহেদারা। উলটো ৭৪ মিনিটে গোল হজম করে বসে সফররতরা।

শেষ পর্যন্ত দুই দলই চেষ্টা করলেও আর গোল আদায় করতে পারেনি কোনো দল। এদিকে ম্যাচ হারলেও তরুণ ফুটবলারদের খেলায় সন্তুষ্ট কোচ বাটলার।

এসএস