'তাড়াহুড়া করে নির্বাচন নয়, আগে সংস্কার হবে'

0

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, তাড়াহুড়া করে নির্বাচন নয়, আগে সংস্কার হবে, খুনিদের বিচার হবে তারপর নির্বাচন হতে হবে। আজ (বুধবার, ২৬ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, '২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার বলেছিল আমার ভোট আমি দেবো, তোমার ভোটও আমি দেব। আল্লাহর রহমতে আমরা দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ায় কথা বলার সুযোগ পেয়েছি। দুঃশাসন শেষ হয়েছে কিন্তু শোষণ কি শেষ হয়েছে? আজকে যুবক, মহিলা, পুরুষ জীবন দিতে শিখে গেছে। যে জাতি জাগে, সে জাতি কখনো হারেনা। আল্লাহর আইন যতদিন চালু না হবে, ততদিন আমাদের আন্দোলন শেষ হবে না।'

আরো পড়ুন:

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাও. আব্দুল খালেক, সাবেক জেলা আমীর মোহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর নুরুল হুদা, জেলা সম্পাদক মাও. আজিজুর রহমান, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম প্রমুখ।

এর আগে সকালে উপজেলার ১১ ইউনিয়নের জামায়াতে ইসলামীর মহিলা কর্মীদের অংশগ্রহণে মহিলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইএ