এয়ারবাস জানিয়েছে, ২০২৪ সালে প্রতিষ্ঠানটির আয় বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯২৩ কোটি ইউরো, যা গত বছর ছিল ৬ হাজার ৫৪৫ কোটি ইউরো। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে সুদ ও কর বাদে সমন্বিত আয় (ইবিআইটি) ২০২৩ সালে ৫৮৪ কোটি ইউরো থেকে ৮ শতাংশ কমে ৫৩৫ কোটি ইউরোতে দাঁড়িয়েছে।
স্পেস বিভাগের সমস্যার কারণেই মূলত আয় কমেছে বলে জানিয়েছে এয়ারবাস। তবে গত বছর নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এয়ারবাসের অর্ডার সংখ্যা বেড়েছে। তারা ২০২৪ সালে ৭৬৬টি বাণিজ্যিক এয়ারক্রাফট ডেলিভার করেছে। যার পরিমাণ ২০২৩ সালে ছিল ৭৩৫টি। গত বছর মোট অর্ডার ছিল মোট ৮৭৮টি।
এছাড়া ২০২৫ সালে এয়ারবাস ৮২০ টি উড়োজাহাজ ডেলিভার করা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। যা ২০১৯ সালের ৮৬৩ টি উড়োজাহাজ ডেলিভারির চেয়ে কম। বিশ্লেষকরা মনে করছেন, চলমান সরবরাহ চেইনের সমস্যার কারণে এয়ারবাস সতর্ক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।