সাড়ে চার শতাংশ সুদ হার কমিয়েছে ব্যাংক অব ইংল্যান্ড

আন্তর্জাতিক বাণিজ্য
0

মূল্যস্ফীতি কমানো এবং অব্যাহত আর্থিকখাতে ঝুঁকি মোকাবেলায় ব্যাংক অব ইংল্যান্ড (বিওই) ৪ দশমিক ৫ শতাংশ সুদহার কমিয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাজ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধীরগতি এবং মার্কিন শুল্কারোপের আশঙ্কা থেকেই ব্যাংক অব ইংল্যান্ড এবার সুদহার কমিয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি ইউরো নিউজের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মূল্যস্ফীতি কমানো এবং অব্যাহত আর্থিক খাতে ঝুঁকি মোকাবেলায় ব্যাংক অব ইংল্যান্ড (বিওই) ৪ দশমিক ৫ শতাংশ সুদহার কমিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাজ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধীরগতি এবং মার্কিন শুল্কারোপের আশঙ্কা থেকেই ব্যাংক অব ইংল্যান্ড এবার সুদহার কমিয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি ইউরো নিউজের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২০২৪ সালের আগস্ট থেকে এ নিয়ে তৃতীয়বারের মতো দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদহার কমালো। তবে বিওইর বৈঠকে সাত সদস্য সুদহার কমানোর পক্ষে সমর্থন দিলেও পৃথক দুই সদস্য আরো বড় আকারে সুদহার কমানোর দাবি জানিয়েছিলেন।

অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাজ্য মূল্যস্ফীতি কমলেও এখনো তা লক্ষ্যমাত্রার উপরে রয়েছে। ২০২৪ সালের শেষ নাগাদ দেশটির ভোক্তা মূল্য সূচক ছিল ২ দশমিক ৫ শতাংশ। তবে তা জ্বালানি ব্যয় বৃদ্ধির ফলে আবারও বাড়তে পারে।

সম্প্রতি যুক্তরাজ্যে ব্যবসায়িক বিনিয়োগ ও ভোক্তা আস্থা কমেছে। বিশ্লেষকরা বলছেন এটি পুনরুদ্ধারের জন্য সুদহার কমানো হয়েছে। ব্যাংক অব ইংল্যান্ড আশা করছে ২০২৫ সালের মধ্যভাগে অর্থনৈতিক প্রবৃদ্ধি আবারো গতি ফিরে পেতে শুরু করবে। এদিকে মার্কিন ডলারের বিপরীতে পাউন্ডের দর ১ শতাংশ কমেছে।

এএম