হাইড্রোজেন এয়ারক্রাফট তৈরিতে কাজ করবে এয়ারবাস-তোশিবা
হাইড্রোজেনচালিত এয়ারক্রাফট প্রকল্পের সুপারকন্ডাক্টিং প্রযুক্তি বিকাশে একত্রে কাজ করবে এয়ারবাস ও তোশিবা। এই প্রকল্পের মূল লক্ষ্য একটি টেকসই দীর্ঘমেয়াদি জ্বালানি উৎস ব্যবহারের মাধ্যমে কম কার্বন নিঃসরণ এবং সাশ্রয়ী এয়ারক্রাফট প্রযুক্তি তৈরি।