মোবাইল কিংবা অন্যান্য অসুস্থ চর্চা থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি জোর দিয়ে জাভেদ ওমর ফাউন্ডেশনটির যাত্রা শুরু হলো।
যেখানে শিশুদের ব্যাট, বল, গ্লাভস থেকে শুরু করে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে যাবতীয় সহযোগিতা করতেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
একই সঙ্গে জাভেদ ওমরের ক্রিকেট ক্যারিয়ার নানা গুরুত্বপূর্ণ মুহূর্তের গল্পগুলো জাভেদ ওমর বেলিমের ইনিশিয়েটিভ ফাউন্ডেশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদসহ হাবিবুল বাশার সুমন ও মোহাম্মদ আশরাফুলের মতো সাবেক ক্রিকেটাররা।