বাগেরহাটে হেলাল-তন্ময়সহ আ.লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

এখন জনপদে
অপরাধ ও আদালত
0

বাগেরহাটের ফকিরহাটে ছাত্র-জনতার ওপর গুলি, বোমা বিস্ফোরণ ও স্থাপনা ধ্বংসের অভিযোগে বাগেরহাটের সাবেক দুই সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।এরমধ্যে বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, তার ছেলে বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময় ও সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানের নামও রয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে রফিকুল ইসলাম মিঠু নামে এক ব্যক্তি ফকিরহাট থানায় মামলাটি দায়ের করেন।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক ভুঁইয়া হেমায়েত উদ্দিন ও বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান রয়েছেন।

এজাহারসূত্রে জানা যায়, গেল ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গুলি, বোমা বিস্ফোরণ ও গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা হয়। এই মামলায়, এরই মধ্যে সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ইএ