বিপিএলের এগারতম আসরে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর অনিয়ম মোটা দাগে প্রশ্ন তুলেছে। এমন পরিস্থিতিতে এসব বিষয় তদারকির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ (শনিবার, ৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে লজিস্টিক সাপোর্ট, ফ্র্যাঞ্চাইজিগুলোর অর্থনৈতিক প্রটোকল, ক্রিকেটারদের স্বার্থ রক্ষা এবং অর্থ প্রদান প্রক্রিয়া থেকে শুরু করে সব ব্যাপারেই দেখভালের কথা জানায় বিসিবি।
এসময় বিপিএল ড্রাফট থেকে স্বাক্ষরিত সকল আন্তর্জাতিক ক্রিকেটারদের চুক্তি এবং ম্যাচ ফি'র দায়িত্ব গ্রহণ করে তা যথাসময়ে স্বচ্ছভাবে প্রদানের দায়িত্বও নেয় ক্রিকেট বোর্ড।
এছাড়া টুর্নামেন্ট শেষে বিদেশি ক্রিকেটারদের নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার সমস্ত লজিস্টিকস ব্যবস্থা তদারকি করার কথাও জানানো হয় বিবৃতিতে।