১২ ফেব্রুয়ারি ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকের সম্ভাবনা

উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

অবৈধ অভিবাসীদের নিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দূরপাল্লার ফ্লাইটটির গন্তব্য ভারত। সামরিক বিমানে করে ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছে বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এরই মধ্যে রওনা দেয়া সি-সেভেনটিন ফ্লাইটটি দু'একদিনের মধ্যেই অবতরণ করবে ভারতীয় ভূখণ্ডে। এদিকে, আগামী ১২ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক হতে পারে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিন থেকে পাঁচ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেন। এরই মধ্যে মার্কিন সামরিক বিমানে চড়ে যুক্তরাষ্ট্র ছাড়া অবৈধ অভিবাসীদের বেশিরভাগই গুয়াতেমালা, পেরু, হন্ডুরাসসহ বিভিন্ন লাতিন আমেরিকান দেশের নাগরিক।

এ পর্যায়ে অবৈধ অভিবাসীদের নিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দূরপাল্লার ফ্লাইটটির গন্তব্য ভারত। সূত্রের বরাত দিয়ে বৈধ অনুমতিপত্রবিহীন ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানান, এরই মধ্যে একটি সি সেভেন্টিন সামরিক বিমান ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। অবৈধ অভিবাসীবাহী বিমানটি ভারতে পৌঁছাতে সময় নেবে অন্তত ২৪ ঘণ্টা।

প্রেসিডেন্ট ট্রাম্পের প্রত্যাবর্তনের পর এটাই ভারতীয় অবৈধ অভিবাসীদের প্রথম সামরিক ফ্লাইট। অবৈধ অভিবাসনের অভিযোগে কতোজনকে ভারতে ফেরত পাঠানো হচ্ছে প্রথম ফ্লাইটে, কিংবা কী পরিমাণ খরচ গুণছে মার্কিন প্রশাসন, সেসব অবশ্য জানা যায়নি। তবে সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা যায়, টেক্সাসের এল পাসো আর ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো থেকে অবৈধ অভিবাসীদের নিয়ে ছেড়ে যাওয়া সামরিক বিমান আঞ্চলিক প্রতিবেশী গুয়াতেমালায় পৌঁছানো থেকে মার্কিন ভূখণ্ডে ফেরা পর্যন্ত মাথাপিছু খরচ পড়ছে সাড়ে চার হাজার ডলারের বেশি। মার্কিন সেনাবাহিনীর সি-সেভেন্টিন পরিবহন বিমানের একেকটির খরচ ঘণ্টাপ্রতি ২৮ হাজার ৫০০ ডলার।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে গেলো সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে ১১শ'র বেশি অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অবৈধ অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি হাতে নেন ট্রাম্প। দেশটির অভিবাসন নিয়ন্ত্রক সংস্থা আইসের প্রাথমিক তালিকায় নাম রয়েছে নথিবিহীন প্রায় ১৮ হাজার ভারতীয় অভিবাসীর, জানিয়েছে ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় অভিবাসীর সংখ্যা ১৫ লাখের বেশি।

ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাঙ্ক পিউ রিসার্চ সেন্টারের তথ্য, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের মধ্যে ভারতীয়দের সংখ্যা প্রায় সোয়া সাত লাখ। অর্থাৎ প্রতিবেশী মেক্সিকো আর এল সালভাদরের পর মার্কিন ভূখণ্ডে অনুমতি ছাড়া অভিবাসী হিসেবে বসবাসরত তৃতীয় বৃহৎ জনগোষ্ঠীটি ভারতের। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী এ জয়শঙ্করের সাথে আলাপে মার্কিন ভূখণ্ডে অবৈধ ভারতীয় অভিবাসীদের সংখ্যা ক্রমশ বেড়ে চলার বিষয়টি নিয়ে আগেই উদ্বেগ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

অবৈধ অভিবাসীদের ফেরত নেয়ার প্রশ্নে সঠিক কাজটিই করবে বলে ভারত সরকার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছিলেন ট্রাম্প। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র উল্লেখ করে এনডিটিভি জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে সফর এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর মোদির প্রথম যুক্তরাষ্ট্র সফর এটি। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র সফরে গেছে ট্রাম্পের অভিবাসন ও শুল্ক নীতি, আর জ্বালানি, বিশেষ করে পরিবেশবান্ধব ও পারমাণবিক জ্বালানি খাত হবে দুই নেতার প্রধান আলোচ্য বিষয়।

এসএস