
১২ ফেব্রুয়ারি ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকের সম্ভাবনা
অবৈধ অভিবাসীদের নিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দূরপাল্লার ফ্লাইটটির গন্তব্য ভারত। সামরিক বিমানে করে ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছে বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এরই মধ্যে রওনা দেয়া সি-সেভেনটিন ফ্লাইটটি দু'একদিনের মধ্যেই অবতরণ করবে ভারতীয় ভূখণ্ডে। এদিকে, আগামী ১২ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক হতে পারে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীরা সামরিক বিমানে চড়ে দেশে ফিরছেন
যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীরা নিজ নিজ দেশে ফিরছেন সামরিক বিমানে চড়ে। কিন্তু তাদের ফেরত পাঠাতে ট্রাম্প প্রশাসনকে গুণতে হচ্ছে বিমানের প্রথম শ্রেণির আসনের চেয়েও বেশি খরচ; মাথাপিছু সাড়ে চার হাজার ডলারের বেশি।

শুল্ক যুদ্ধের শুরুতেই কলম্বিয়ার মাধ্যমে কড়া বার্তা ট্রাম্পের
শুরু হলো ডোনাল্ড ট্রাম্পের অধীনে শুল্ক যুদ্ধ। যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো অভিবাসীদের বহনকারী ফ্লাইট প্রবেশে অস্বীকৃতি জানিয়েছে আঞ্চলিক প্রতিবেশি কলম্বিয়া। আর এতেই চটে যান প্রেসিডেন্ট। শাস্তি হিসেবে বেশ কিছু নিষেধাজ্ঞামূলক ব্যবস্থার পাশাপাশি কলম্বিয়ার ওপর মার্কিন রপ্তানি পণ্যে ২৫ শতাংশ শুল্কের বোঝা চাপালেও পরে তা প্রত্যাহার করে ওয়াশিংটন। পাল্টা শুল্ক আরোপের হুমকি দিলেও কলম্বিয়াও পরে অভিবাসীদের ফিরিয়ে নিতে সম্মতি দেয়। বিশেষজ্ঞরা বলছেন, কলম্বিয়ার মাধ্যমে পুরো লাতিন আমেরিকাকে কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প।

অভিবাসীবিরোধী নীতি: যাচাই-বাছাই ছাড়াই দেশে ফেরত পাঠানো হচ্ছে অনেককে
অবিশ্বাস্য দ্রুততায় অভিবাসীবিরোধী পদক্ষেপ বাস্তবায়ন করছে ট্রাম্প প্রশাসন। ফলে যাচাই-বাছাই ছাড়াই আটক ও দেশে ফেরত পাঠানো হচ্ছে অনেককে। বিশেষজ্ঞদের হুঁশিয়ারি, বাছবিচার না করে অভিবাসীদের ফেরত পাঠানো হলে অর্থনীতিতে এর প্রভাব হবে মারাত্মক।

সুপার হারকিউলিস ব্যবহারেও নিয়ন্ত্রণে আসছে না ক্যালিফোর্নিয়ার দাবানল
চার ইঞ্জিনের টার্বোপ্রপ সামরিক বিমান সুপার হারকিউলিস দিয়ে লড়াই করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দাবানল। লস অ্যাঞ্জেলেসের কাস্টাইক লেক এলাকার আগুন ছড়িয়েছে ওট মাউন্টেন ও সান দিয়েগো এলাকায়ও। সান্তা অ্যানা ঝড়ের তাণ্ডবে দাবানল আগ্রাসী রূপ নেয়ায় পুড়ে ছাড়খার হচ্ছে হাজার হাজার একর এলাকা। পরিস্থিতি পরিদর্শনে স্থানীয় সময় শুক্রবার লস অ্যাঞ্জেলেস সফর করার কথা রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।