বিপিএলে ফিক্সিং ইস্যুতে স্বাধীন তদন্ত কমিটি গঠন করবে বিসিবি

0

বিপিএলে ফিক্সিং ইস্যুতে দুর্নীতিবিরোধী ইউনিট আকুকে সহায়তা করার জন্য স্বাধীন তদন্ত কমিটি গঠন করবে বিসিবি। এনামুল হক বিজয়ের বিদেশ গমনের নিষেধাজ্ঞার খবরটি সঠিক নয়।

চলমান বিপিএলে একের পর এক বিতর্ক! তবে সব ছাপিয়ে শীর্ষে স্পট ফিক্সিং কিংবা ম্যাচ ফিক্সিং।

আর সবচেয়ে শঙ্কার বিষয় পারিশ্রমিক বিতর্কের মতো ফিক্সিং বিতর্কেও নিয়মিত বিরতিতে গণমাধ্যমে আসছে নতুন নতুন সন্দেহভাজন ফিক্সিংয়ের ঘটনা ও ক্রিকেটারের নাম।

আর তাতেই নড়েচড়ে বসেছে বিসিবি। তদন্ত শুরু করেছে আকু। নজর রাখা হচ্ছে ক্রীড়া মন্ত্রণালয় থেকেও।

ইএ