অপরাধ ও আদালত
0

'জেল ভেঙে বের হয়ে যাওয়া ৭০০ আসামি এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ'

জেল ভেঙে বের হয়ে যাওয়া ৭০০ আসামি এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে দ্রুত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ (রোববার, ২৬ জানুয়ারি) কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আসামিদের যে কোন সমস্যা দ্রুত সমাধানের জন্য হট লাইন সেবা চালু করা হয়েছে। এখানে ৫ আগষ্টের গণ-অভ্যুত্থানের নিহতের পরিবারের চাকুরির ব্যবস্থা করা হবে।'

সাম্প্রতিক ইস্যু নিয়ে তিনি বলেন, 'যেসব শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্ত হয়ে আবারো অপরাধের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।'

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'কারাগার ভেঙে যারা বের হয়েছে তাদের মধ্যে ৭০০ আসামি এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।'

ইএ