আজ (মঙ্গলবার, ২১ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে নগরীর বলাশপুর মরাখলা এলাকা অস্ত্র-গুলিসহ সজীবকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ভ্যানে তোলার সময় তার সমর্থকরা হামলা করে আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এসময় পুলিশের দু'টি মাইক্রোবাস ভাঙচুর করা হয়।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় দুটি মামলা দায়ের হয়েছে বলে জানা যায়।
এদিকে এ ঘটনায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ছাত্রদল নেতা সজীবকে ছাত্রদল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।
দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সজীবকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনোরকম সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।