এখন জনপদে
শিক্ষা
0

শেরপুরের এক কলেজ থেকে ২১ শিক্ষার্থীর মেডিকেলে ভর্তির সুযোগ

এ বছর শেরপুর সরকারি কলেজের ২১ শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। গত রোববার (১৯ জানুয়ারি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর আজ (মঙ্গলবার, ২১ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

এদিকে একসাথে এতজন শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় খুশি অভিভাবক, কলেজ কর্তৃপক্ষ ও জেলাবাসী।

এ বছর যারা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন তারা হলেন তাসনীম (সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ), প্রীতি খানম (সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ), মিত্রা (রাজশাহী মেডিকেল কলেজ), রিতু (ময়মনসিংহ মেডিকেল কলেজ), রেশমি (সলিমুল্লাহ মেডিকেল কলেজ), নিশাল (ময়মনসিংহ মেডিকেল কলেজ), রিতু (ময়মনসিংহ মেডিকেল কলেজ), তওহিদ (শেরে-বাংলা মেডিকেল কলেজ), আফিয়া ইবনাত (রংপুর মেডিকেল কলেজ)।

এছাড়া সুপ্তি (কিশোরগঞ্জ মেডিকেল কলেজ), সাদিয়া (কিশোরগঞ্জ মেডিকেল কলেজ), আদিবা আহসান (বগুড়া মেডিকেল কলেজ), তাহমিনা (এম.এ.জি উসমানী মেডিকেল কলেজ), পূজা (মুগদা মেডিকেল কলেজ), নুসরাত (সিলেট মেডিকেল কলেজ), ইভা (টাঙ্গাইল মেডিকেল কলেজ), আরাফাতুল (চাঁদপুর মেডিকেল কলেজ), ফাহমিদা (ফরিদপুর মেডিকেল কলেজ), নিশাত (জামালপুর মেডিকেল কলেজ), মিতালী (সাতক্ষীরা মেডিকেল কলেজ) ও রিয়া কিশোরগঞ্জ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে শেরপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ্ কামাল উদ্দিন বলেন, 'গত বছর থেকে এ বছর বেশি সংখ্যক শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। তবে আমরা আশা করেছিলাম এই সংখ্যা আরও বাড়বে। মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের কলেজ থেকে সংবর্ধনা দেয়ার প্রস্তুতি চলছে।'

এসএস