তবে রনি তালুকদারের ৬৮ রানে ভর করে ম্যাচ জয়ের আশা করেছিল স্ট্রাইকার্স। শেষদিকে জাকের আলি, আরিফুল হক সামিউল্লাহ সেনওয়ারিদের ঝড়ো ইনিংসের পরেও ৬ রান দূরে থামে স্ট্রাইকার্সের ইনিংস।
ঢাকার হয়ে বল হাতে ২ উইকেট করে নিয়েছেন মুস্তাফিজুর রহমান ও থিসারা পেরেরা। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে আগ্রাসী শুরুর পর ২২ রান করে ফেরেন তানজিদ তামিম।
কোটজে ও মোসাদ্দেকের দ্রুত বিদায়ের পর কিছুটা চাপে পরে ক্যাপিটালস। তবে লিটন দাসের ৭০ রানের পর শেষদিকে অধিনায়ক পেরেরার ১৭ বলে ৩৭ রানের ক্যামিওতে দুইশ ছুঁইছুঁই সংগ্রহ করে ক্যাপিটালস।