ক্রিকেট
এখন মাঠে
0

বিপিএলে নিয়মিত মুখ ডেভিড মালান

বিপিএলে নিয়মিত মুখ ইংলিশ ক্রিকেটার ডেভিড মালান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে চ্যাম্পিয়ন শিরোপাও জিতেছেন। অথচ এমন একজন প্লেয়ারকেই টানা পাঁচ ম্যাচ বসিয়ে রেখেছিল ফরচুন বরিশাল।

রংপুরের সাথে মায়ার্স ট্র্যাজেডিতে হারার পর অবশেষে কপাল খুলেছে এই ইংলিশ ক্রিকেটারের। সংবাদ সম্মেলনে এসে বিপিএলের নানা বিষয় নিয়ে কথা বলেছেন মালান।

বিদেশি তারকা ক্রিকেটাররা বিপিএলে আসবেন। দুই-চার ম্যাচ খেলবেন এরপর অন্য দেশের ফ্র্যাঞ্জইজি টুর্নামেন্ট খেলতে উড়াল দেবেন। 

বিপিএলের এই নিয়মিত চিত্রের মধ্যে খানিকটা হলেও ব্যতিক্রম ডাভিড মালান। বিপিএলের এগারো আসরের মধ্যে ৬টি আসরে ২৯ টি ম্যাচ খেলেছেন এই ইংলিশ ক্রিকেটার। 

এবারের আসরেও ফরচুন বরিশালের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন পুরো আসরের জন্য।

ইএ