করোনা মহামারির ধকল কাটিয়ে উঠতে না উঠতেই এবার আলোচনায় মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি। এ ভাইরাসের উৎপত্তিস্থলও চীন। পাঁচ বছর আগের করোনাভাইরাসের প্রাণঘাতী ক্ষমতার কারণে এইচএমপিভি নিয়েও দেখা দিয়েছে আতঙ্ক।
স্বাস্থ্য গবেষকরা বলছেন, এই ভাইরাস নতুন কিছু নয়। দেশে ২০০১ সালে প্রথম এটি শনাক্ত হয়। তবে সাম্প্রতিক সময়ে এটির সংক্রমণ বেড়েছে। চলতি বছর এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪০ বছর বয়সী এক নারী। জ্বর, সর্দি ও ঠান্ডায় আক্রান্ত হওয়া এ রোগের প্রাথমিক লক্ষণ বলে জানান চিকিৎসকরা।
আজ (সোমবার, ১৩ জানুয়ারি) দুপুরে এ নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান এইচএমপিভি মহামারি হয়ে ওঠার শঙ্কা নেই। সাধারণ ফ্লুর মতোই এর চিকিৎসা বলে জানান তিনি।
ডা. সায়েদুর রহমান বলেন, 'এটা একটা সাধারণ ফ্লু বা কমোন কোল্ড বলতে যেটা আমরা চিনি সেটাই। এটার কারণ হিসেবে অনেকগুলো ভাইরাস থাকে তারমধ্যে এই ভাইরাসও একটি ভাইরাস। এবং এই ভাইরাসটি দুনিয়াজুড়ে ডিটেক্ট হচ্ছে। এবং আমাদের এখানেও হয়েছে। এখনও আতঙ্কিত হওয়ার মত্য কোনো পরিস্থিতি নেই। এটা দিয়ে বড় ধরনের মহামারি হওয়ার ঝুঁকিও নেই।'
এসময় ডা. সায়েদুর জানান, এ ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনো রেড অ্যালার্ট জারি করেনি, তাই সীমান্তেও স্বাস্থ্য ঝুঁকি নেই।
ডা. সায়েদুর রহমান বলেন, 'এটা আন্তর্জাতিক স্বাস্থ্য রেগুলেশনে এটা এখনও এই জায়গায় নিয়ে আসা হয়নি যে বর্ডার রেগুলেশন দেয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনো সতর্কবার্তা দেয়নি এখনও।'
তবে এইচএমপিভি ছড়িয়ে পড়া ঠেকাতে মাস্ক পরাসহ সবাইকে সতর্ক থাকার অনুরোধ ডা. সায়েদুর রহমানের।