'এইচএমপিভি নিয়ে আতঙ্কিত হবার মতো কিছু নেই'
মহামারি হয়ে উঠবে না হঠাৎ আলোচনায় আসা মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি। সাধারণ ফ্লু'র মতোই এর চিকিৎসা, তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। জানান, শঙ্কার কিছু না থাকলেও এইচএমপিভি মোকাবিলায় প্রস্তুত রয়েছে সরকার।