দেশে এখন
0

অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধিতে ট্যাক্স বাড়ানো হয়েছে: প্রেস সচিব

অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধিতে ট্যাক্স বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ (রোববার, ১২ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধিতে ট্যাক্স বাড়ানো হয়েছে। গত ৫ মাসে ১ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪২ হাজার কোটি টাকা কম।’

তিনি বলেন, ‘দেশের অর্থনীতি এমন জায়গায় চলে গেছে সেখান থেকে উত্তরণ করা কঠিন। তবে দায়িত্ব নেয়ার পর থেকে অপচয় কমানোয় নজর দিচ্ছে সরকার।’

আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরাতে বিভিন্ন দেশ থেকে ইতিবাচক সাড়া মিলছে বলেও জানান তিনি।

এএইচ