দেশে এখন
0

এইচএমপিভির সংক্রমণ ঠেকাতে তিন স্থলবন্দরে সতর্কতা জারি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আখাউড়া-বেনাপোল-হিলি স্থলবন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বন্দরের ইমিগ্রেশনে স্থাপন করা হয়েছে হেলথ ডেস্ক।

জানা গেছে, এইচএমপিভির সংক্রমণ ঠেকাতে আখাউড়া বন্দরে গতকাল থেকেই সতর্কতা জারি করে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে গঠন করা হয়েছে মেডিকেল টিম। এর সঙ্গে যুক্ত করা হয়েছে আরো দুটি স্থলবন্দরকে।

ভারত থেকে আসা প্রত্যেক যাত্রীকে তাপমাত্রা পরীক্ষার পাশাপাশি করা হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষাও।

তবে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত কোনো যাত্রী শনাক্ত হয়নি। বন্দর কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগ বলছে, এইচএমপিভি ভাইরাসের প্রাথমিক উপসর্গগুলো কোনো যাত্রীর মাঝে দেখা গেলে তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হবে।

পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় নেয়া হবে পরবর্তী ব্যবস্থা। এদিকে হেলথ ডেস্ক স্থাপন করা হয়েছে বেনাপোল ও হিলি স্থলবন্দরে।

সেখানেও যাত্রীদের স্বাস্থ্যপরীক্ষা নিশ্চিত করা হচ্ছে। তবে এ ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

ইএ