ক্রিকেট
এখন মাঠে
0

অভিনব পদ্ধতিতে নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা

আবারও অভিনব পদ্ধতিতে বিশ্ব আসরের দল ঘোষণা করলো নিউজিল্যান্ড। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড প্রকাশ করলেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার।

গেল ওয়ানডে বিশ্বকাপে ক্রিকেটারদের স্ত্রী-সন্তানদের দিয়ে স্কোয়াড ঘোষণা করেছিল দেশটির ক্রিকেট বোর্ড।

এবার ফাঁকা গ্যালারিতে বসে নিজের নামসহ ১৫ খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেন অধিনায়ক। ক্রিকেটারদের নাম বলার সময় তাদের বিশেষণও দিয়েছেন স্যান্টনার।

কিউই স্কোয়াডে অভিজ্ঞদের মধ্যে আছেন কেইন উইলিয়ামসন, লকি ফার্গুসন, ডেভন কনওয়ে, ড্যারেল মিচেল ও টম ল্যাথাম।

এছাড়া ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় থাকা সিয়ার্সকে দলে রেখেছে নিউজিল্যান্ডের নির্বাচক প্যানেল। এই দল নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সাথে ত্রিদেশীয় সিরিজ খেলবে নিউজিল্যান্ড।

এএইচ