এ সময় উপস্থিত ছিলেন আবাহনী-মোহামেডানের কয়েকজন কিংবদন্তী খেলোয়াড়। বইটি লিখেছেন মোহামেডান সমর্থক টি ইসলাম তারিক। তার লেখা বইটি তিনি উৎসর্গ করেছেন দুই প্রয়াত কিংবদন্তী বাদল রায় ও মোনেম মুন্নাকে।
আবাহনী-মোহামেডান ময়দানি লড়াই বইটির মূল্য দেড় হাজার টাকা। তবে ২৫ শতাংশ ছাড়ে রকমারি ও অন্বেষা প্রকাশনীতে তথ্যবহুল বইটি পাওয়া যাবে।