এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৫টি ছোরা, ২টি সুইচ গিয়ার, ১০টি চাকু উদ্ধার করা হয়। আজ (শুক্রবার, ১০ জানুয়ারি) দুপুরে তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- আনোয়ার হোসেন (২৮), সাগর (২৩), রাজা হোসেন বিশাল (২০), মো. দুরন্ত (২২), মানিক মিয়া (২৯), আজারুল (১৯), তুহিন (১৯), সজিব (২৩), শুভ (২২) সাগর (২২), আবু বক্কর সিদ্দিক (২৩), হাসান (১৮), শুভ (২৮), এমদাদুল (১৪), শুভ (১৭), সিয়াম (১৫), নাছির (১৬) ও সরিফুল ইসলাম (২৩)।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম বলেন, ‘চলমান ছিনতাই প্রতিরোধে অভিযানের অংশ হিসেবে টঙ্গীর বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সবাই পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক দু'টি মামলা দায়ের করা হয়েছে।’