আজ (রোববার, ৭ ডিসেম্বর) বিকেলে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ইসরাক সিদ্দিকীর সমর্থকরা বিক্ষোভ মিছিলের ডাক দেন।
স্থানীয়রা জানান, পূর্বঘোষিত এ কর্মসূচির প্রস্তুতিকালে হঠাৎ নেতাকর্মীদের ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। এতে অন্তত ১০ জন আহত হন। এসময় উভয় পক্ষ সংঘর্ষে জড়ায় এবং অন্তত ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
আহতদের উদ্ধার করে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আরও পড়ুন:
মনোনয়ন বঞ্চিত ইশরাক সিদ্দিকীর দাবি, বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের অনুসারীরা তার কর্মীদের ওপর হামলা চালান এবং অফিস ভাঙচুর করেন। তবে এ বিষয়ে জানার জন্য মুঠোফোনে যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি মজিবুর রহমানের।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমানকে মনোনয়ন দেয় বিএনপি। এ আসনে বেশ কয়েকজন বিএনপির কেন্দ্রীয় নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন।





