৮৬ রানের ম্যাচ জয়ী ইনিংসের পর বাউন্ডারি নিয়ে হতাশার কথা বলেছিলেন তামিম ইকবাল খান। ম্যাচে বাউন্ডারি মাত্রাতিরিক্ত ছোট হওয়ায় বোলারদের বল করাটা কঠিন বলে দাবি করেন বরিশাল কাপ্তান।
ঢাকা পর্বের পর সিলেট পর্বে বিপিএল পেয়েছে রানের দেখা। প্রথম ম্যাচেই সিলেটের ২০৫ রানের টার্গেট ৮ উইকেট হাতে রেখেই উতরে যায় রংপুর রাইডার্স। এছাড়া প্রতি ম্যাচেই দলগুলো রান করছে তুলনামূলক বেশি, তবে প্রশ্ন উঠেছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের বাউন্ডারি নিয়ে। তামিমের দাবি, ৫৮ মিটার বাউন্ডারি খেলায় চার-ছক্কার সংখ্যা বাড়ালেও মান কমছে বিপিএলের।
ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘আমি আশা করি বিপিএল কর্তৃপক্ষ আমার কথা শুনবেন। যখন আন্তর্জাতিক ম্যাচ হয় তখন আমরা দেখেছি ৭০ ইয়ার্ডসের বাউন্ডারিতে খেলা হয়। তাহলে সেখানে কেন শুধু ছক্কা ও চার দেখার জন্য আমরা ৫৮ ইয়ার্ডসের বাউন্ডারি ব্যবহার করছি।’
বড় ভাই তামিমের অবস্থান যখন বোলারদের পক্ষে, তখন সিলেট স্ট্রাইকার্সের পেসার তানজিম সাকিব বিষয়টিকে দেখছেন অন্য চোখে। তার মতে ট্রু উইকেটে খেলার অভিজ্ঞতা আন্তর্জাতিক ক্রিকেটে কাজে লাগাতে পারবে বোলাররা। যেহেতু মর্ডান ক্রিকেটটাই এখন রানের খেলা, তাই এমন উইকেটে নিজেদের স্কিল ডেভেলপমেন্টের সুযোগ থাকবে সাকিবদের জন্য
সিলেট স্ট্রাইকার্স পেসার তানজিম সাকিব বলেন, ‘আমার কাছে ভালো লাগছে আমরা ট্রু উইকেটে আমরা খেলতে পারছি। অনেকে বলছেন বাউন্ডারি ছোট কিন্তু বাউন্ডারি ছোট কোনো বিষয় না, এজিকিউশন ভালো হলে এবং জায়গা মতো ইয়র্কার বল করতে পারলে, ৯০ মিটার বা ৬৫ মিটারেও হোক না কেন বাউন্ডারি কোনোটাতে ছক্কা মারতে পারবে না।’
যদিও তামিমের অভিযোগে নড়েচড়ে বসেছে বিসিবি। ৬৫ মিটার বাউন্ডারি রাখার কথা থাকলেও তা পূরণ হয়নি বলে মনে করেন বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। চট্টগ্রাম পর্বেই বাউন্ডারি পরিবর্তনের আশ্বাস দিয়েছেন এই বোর্ড কর্তা।
বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আমাদের হ্যান্ডবুকে বলা আছে অন্তত ৬৫ ইয়ার্ডসের বাউন্ডারি হতে হবে। তবে কিছু কিছু জায়গায় ৬৫ ইয়ার্ডসের চেয়ে কম আছে। আমি এরই মধ্যে এ বিষয়ে কথা বলেছি। আমরা চাই একটু বড় মাঠে খেলা হোক। আমি আশা করি চট্টগ্রাম পর্বে বড় বাউন্ডারি থাকবে।’
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দর্শকদের চাওয়া থাকে চার-ছক্কার বৃষ্টি। দর্শক বান্ধব বিপিএলে সেই চাওয়াটাই যেন পূরণের চেষ্টা চালিয়েছে বিসিবি। চট্টগ্রামে বাউন্ডারির আকার পরিবর্তনের এই সিদ্ধান্ত দর্শকরা কীভাবে দেখবেন, সেটা সময়ই বলবে।