টিকিট নিয়ে ঢাকার মত বিশৃঙ্খলা কিংবা মারামারি নেই সিলেটে। তবে কালোবাজারি কিংবা দালাল চক্রের দৌরাত্ম আছে এখানেও। এমনটাই অভিযোগ সিলেটে বিপিএল দেখতে আসা দর্শকদের।
কালোবাজারির ঘটনা ঘটছে খুব সূক্ষ্মভাবে। অগ্রিম টিকিট নির্ধারিত মূল্যে পেলেও ম্যাচের তাৎক্ষণিক টিকিটের চাহিদা বাড়ার সাথে সাথে কয়েকগুণ বেড়ে যাচ্ছে টিকিটের দাম।
অবশ্য নির্ধারিত মূল্যের চেয়েও কয়েকগুণ বেশি দামে টিকিট কিনেও খুশি অনেক ক্রিকেট প্রেমী দর্শক।। তাদের কথা অতিরিক্ত টাকা খরচ করেও খেলা দেখার উদ্দেশ্য সফল। তাই মন খারাপের গল্পটা খুব বেশি দীর্ঘ নয়।
অনেক প্রত্যাশা আর বিপিএলের ইতিহাসে উদাহরণ সৃষ্টি করার প্রয়াস নিয়ে একাদশতম বিপিএলের যাত্রা শুরু। তবে ভেতরে বাহিরে নানা ঘটনায় বিপিএল প্রশ্নের সম্মুখীন হচ্ছে এবারো। অবশ্য দিন শেষে ক্রিকেট ভক্ত দর্শকরা খেলা দেখতে পেরেই খুশি। তাই অভিযোগ কিংবা প্রশ্ন গুলো হারিয়ে যায় অবহেলায়।