দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলকে জাঁকজমকপূর্ণ ও আকর্ষণীয় করতে নানা উদ্যোগ নিয়েছে বিসিবি।
তারই অংশ হিসেবে ঢাকার পর আজ সিলেটে অনুষ্ঠিত হচ্ছে মিউজিক ফেস্ট। সিলেটেও মঞ্চ মাতিয়েছেন ঢাকার কনসার্টে পারফর্ম করা মুজা, সঞ্জয়রা।
ঢাকায় না গাইলেও সিলেটে গান গেয়েছেন সংগীত শিল্পী তোশিবা। এরপর সন্ধ্যা ৭টায় মঞ্চে উঠেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।
এই সংগীতশিল্পীর পছন্দের গানে সুর মিলিয়ে গান গেয়েছেন উপস্থিত দর্শকরাও। আর সবার শেষে গানের ছন্দে আর তালে গান পরিবেশন করেন নগরবাউল খ্যাত জেমস।