স্বাস্থ্য
দেশে এখন
0

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরো একজনের মৃত্যু হয়েছে। একদিনে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, আক্রান্তদের মধ্যে ৮০ জন ঢাকা বিভাগের।

এর বাইরে বরিশাল বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, খুলনা বিভাগে ১৭ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন, রাজশাহী বিভাগে ৪ জন ও সিলেট বিভাগের ১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক লাখ ৪৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৫৬৫ জন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে নারী ৫১ দশমিক ৭ শতাংশ এবং পুরুষ রোগী ৪৮ দশমিক ৩ শতাংশ।

এসএস