আজ (মঙ্গলবার, ২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উখিয়া ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে আগুনের সূত্রপাত বলে জানান স্থানীয়রা।
পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ও স্বেচ্ছাসেবীদের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সংশ্লিষ্টরা জানান, পলিথিনের ঘর এবং তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়ায়। আগুন লাগার পর পরই রোহিঙ্গা শিবিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, ‘ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় চার শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।’