ভারতকে হারিয়ে তরুণ টাইগারদের শিরোপা জেতার ১৪ দিনের মাথায় আবারো প্রতিবেশী দেশের সাথে ফাইনাল খেলবে বাংলাদেশ। তবে তরুণরা নয়, ভারতের সাথে মাঠের লড়াইটা এবার টাইগ্রেসদের। চ্যালেঞ্জিং হলেও লড়াইয়ে ভালো করার আশা টাইগ্রেস ক্যাপ্টেন সুমাইয়া আক্তারের।
অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল অধিনায়ক সুমাইয়া আক্তার বলেন, ‘ফাইনাল একটা নতুন চ্যালেঞ্জ, আমরা চেষ্টা করব যেন আমাদের সর্বোচ্চটা যেন দিতে পারি।’
সুমাইয়া আক্তার আরো বলেন, ‘ক্রিকেট মাঠে আমরা সবাই ক্রিকেটার। আমরা চেষ্টা করেছি দেশের জন্য সেরাটা দেবার। ভারতের বিপক্ষে খেলাটা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল সে চ্যালেঞ্জটা আমরা সবাই সহজভাবে নিচ্ছি।’
মালেশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অকুণ্ঠ সমর্থন-উৎসাহ ও অনুপ্রেরণায় উচ্ছ্বসিত ক্যাপ্টেন সুমাইয়া আক্তার। খেলোয়াড় ও স্টাফদের নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক ভালো কিছুই উপহার দিতে চান সমর্থকদের।
বাংলাদেশি সমর্থকদের সম্পর্কে তিনি বলেন, ‘মালয়েশিয়ায় থাকা বাংলাদেশিরা আমাদের অনেক সমর্থন ও অনুপ্রেরণা দিয়েছে। আমরা চাইব ফাইনালে ভালো কিছু একটা উপহার দিতে। আমি আশাবাদী ভালো কিছু হবে।’
অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে ৮ ম্যাচে ৭ জয় পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে এখনো পর্যন্ত একমাত্র হার অপরাজিত ভারতের বিপক্ষে। সেই ভারতকেই ফাইনালের মঞ্চে পাচ্ছে বাংলাদেশ। শিরোপার লড়াইয়ের কঠিন পরীক্ষাটা ফাহিমদ ছোঁয়া-নিশিতা আক্তারদের জন্য তাই জবাব দেয়ার মঞ্চও বটে।