এশিয়ান কাপ বাছাইয়ে নভেম্বরে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত

বাংলাদেশ ফুটবল দল
বাংলাদেশ ফুটবল দল | ছবি: এখন টিভি
0

নভেম্বরে এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। সে ম্যাচ সামনে রেখে আজ (বৃহস্পতিবার, ৩০ অক্টোবর) থেকে প্রশিক্ষণ ক্যাম্প শুরু হবে বাংলাদেশ ফুটবল দলের। সন্ধ্যায় দলের ম্যানেজার আমরে খানের কাছে রিপোর্টিং করবে প্রাথমিক তালিকায় থাকা ফুটবলাররা।

এএফসি চ্যালেঞ্জে লিগ খেলতে কুয়েতে থাকায় ১ নভেম্বরের পর দলে যোগ দেবেন বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা। আর ৯ নভেম্বর দেশে এসে প্রস্তুতি শুরু করবেন দলের প্রাণ-ভোমরা হামজা চৌধুরী।

আরও পড়ুন:

এদিকে একই টুর্নামেন্টের আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ ঢাকায় আয়োজন আপাতত স্থগিত রয়েছে। যে কারণে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচটিও বাতিল হয়েছে। তবে নতুন দল হিসেবে নেপালের সঙ্গে ম্যাচ খেলার ঘোষণা দিয়েছে বাফুফে। ১৩ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দুদলের ম্যাচটি।

এর আগে হংকংয়ের ম্যাচের আগে প্রস্তুতি নিতে নেপালের বিপক্ষে এক ম্যাচ খেলার সুযোগ পায় জামাল, ফাহিমরা। সেই ম্যাচেও গোলক্ষরার আক্ষেপ ছিল বাংলাদেশের ফুটবলারদের।

ইএ