ম্যাচের মাত্র ৩ মিনিটের মাথায় লিড পায় ভারতীয় কিশোররা। ডিফেন্ডারদের ভুলে ডি-বক্সে বল পেয়ে গোল করেন দাল্লামুউন গাংতে। এর প্রায় ২০ মিনিট পর সেই গোল শোধ করে বাংলাদেশ।
আরও পড়ুন:
কর্নার শটে মাথা ছুঁইয়ে গোল করেন মোহাম্মদ মানিক। তবে ৩৮ মিনিটে আবারও ভারতকে এগিয়ে দেন আজলান শাহ। ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যাওয়া ভারত দ্বিতীয়ার্ধেও ধরে রাখে লিড।
নির্ধারিত ৯০ মিনিটের খেলায় যখন ভারতের জয়টা প্রায় নিশ্চিত মনে হচ্ছিল, ঠিক তখনই গোল করে সমতা ফেরে বাংলাদেশ।তবে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ রক্ষা হয়নি, ট্রাইব্রেকারে ৪-১ ব্যবধানে হেরে শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয় বাংলাদেশের।





