রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ৫ ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। মাত্র ৩৩ রানে ছয় উইকেট হারানো টাইগ্রেসদের হয়ে লড়াই করেছেন ফাহিমা খাতুন, রাবেয়া খান ও নাহিদা আক্তার। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন ফাহিমা।
এছাড়া রাবেয়ার ব্যাট থেকে আসে ২৫ রান, নাহিদা ফেরেন ১৭ রানে। কিউইদের হয়ে জেস কের ও লি তাহুহু তিনটি করে উইকেট নেন।
এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে অধিনায়ক সোফি ডিভাইন ও ব্রুক হ্যালিডের ফিফটিতে বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। বল হাতে আজ ভুলে যাওয়ার মতো দিন কাটিয়েছেন মারুফা আক্তার, ৭ ওভারে এক উইকেটের বিনিময়ে দিয়েছেন ৫৮ রান। তিন উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার রাবেয়া খান।





