দেশে এখন
0

গুপ্তহত্যার বিচারের দাবিতে নর্থ সাউথের শিক্ষার্থীদের প্রতিবাদ

গণঅভ্যুত্থানে অংশ নেয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুপ্তহত্যার বিচারের দাবি জানিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ (বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ সমাবেশ থেকে শিক্ষার্থীরা বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকে একটি সফল গণঅভ্যুত্থানে পরিণত করে ফ্যাসিবাদের পতন ঘটাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্মুখ সারিতে থেকে লড়াই করেছে। তাদের ওপর আঘাত গণঅভ্যুত্থানের ওপরেই আঘাতের শামিল।’

বিপ্লব এখনো শেষ হয় নাই, ফ্যাসিবাদ নির্মূলে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। এ সময় শিক্ষার্থীরা আরো বলেন, শিক্ষার্থীদের গুপ্তহত্যা পতিত আওয়ামী লীগের নীল নকশা। শিক্ষার্থীদের নিরাপত্তা না দিলে এর দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে জাতীয় নাগরিক কমিটির সদস্য নফিউল ইসলাম বলেন, 'এখনো ফ্যাসিবাদ নির্মূল হয়নি। মনে রাখবেন আমাদের শিক্ষার্থীদের রক্তের ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারে শপথ নিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শিক্ষার্থী হত্যার বিচার করতে না পারা এমন মেরুদণ্ডহীন স্বরাষ্ট্র উপদেষ্টা চাই না।'

ইএ