সংস্কৃতি ও বিনোদন
0

পরিবার নিশ্চিত করলো, ওস্তাদ জাকির হোসেন আর নেই

উপমহাদেশের কিংবদন্তি তবলা বাদক ওস্তাদ জাকির হোসেন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। আজ (সোমবার, ১৬ ডিসেম্বর) জাকির হোসেনের পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে।

জানানো হয়েছে, তিনি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

জাকির হোসেন দীর্ঘদিন রক্তচাপের সমস্যায় ভুগছিলেন বলে তার ব্যবস্থাপক নির্মলা বাচানী এর আগে গণমাধ্যমকে জানিয়েছিলেন। তিনি পিটিআইকে বলেন, ‘ফুসফুসজনিত অসুস্থতার জন্য দুই সপ্তাহ আগে জাকির হোসেনকে সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।’

এর আগে রোববার দিবাগত রাতে ওস্তাদ জাকির হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ের লোকজন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দেন। যদিও তখন জাকির হোসেনের পরিবারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি ছিল না।

এই সংগীত কিংবদন্তির ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়ার পর তার বোন খুরশিদ আউলিয়া পিটিআইকে জানান, তার ভাই গুরুতর অসুস্থ। ভারত আর বিশ্বের সবখানে তার যত ভক্ত আছে, আমরা তাদের প্রার্থনা করার অনুরোধ জানাই। দয়া করে তাকে এখনই শেষ করে দেবেন না।

১৯৫১ সালে মুম্বাইয়ে জন্ম ওস্তাদ জাকির হুসেনের। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। মাত্র তিন বছর বয়স থেকে তবলার সফর শুরু তার। সাত বছর বয়সে একা মঞ্চে অনুষ্ঠান করেছেন তিনি।

ইএ