ক্রিকেট
এখন মাঠে
0

জাতীয় দলে ফেরার মিশনে হৃদয়-মোস্তাফিজ

জাতীয় দলে ফেরার মিশনে তাওহীদ হৃদয়। মিরপুরে রানিং এর পর করলেন ব্যাটিং অনুশীলন। ইনডোরের পাশের উইকেটে অনুশীলনে সঙ্গী ছিলেন মোস্তাফিজ।

মিরপুরে তখন ভর দুপুর। হঠাৎই ইনডোরের পাশের উইকেটে ব্যাট নিয়ে নেমে পড়লেন তাওহীদ হৃদয়। ইনজুরির জন্য দল থেকে ছিটকে গেলেও দলে ফেরার তীব্র ইচ্ছে তার।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দল যখন উইন্ডিজদের মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে, মিরপুরে তখন ঘাম ঝরাচ্ছেন মোস্তাফিজুর রহমান।

অফফর্মের কারণে জাতীয় দল থেকে বাদ পড়ার তেতো স্বাদ পেতে হয়েছে তাকে। মিরপুরে নিজেকে ফেরানোর মিশনে নেমেছেন তিনিও।

লম্বা রান আপে হৃদয়কে একের পর এক বল করে গেলেন কাটার মাস্টার মোস্তাফিজ। কিন্তু বলের লাইন লেন্থে অনেকটাই এলোমেলো ফিজ। অবলীলায় তার বল খেলে গেলেন হৃদয়।

ফিজের পাশাপাশি হৃদয়কে বল করলেন রুবেল ও আরেক পেসার শফিউল। বিপিএলের আগে নিজেদের একটু পরখ করে দেখা।

ম্যাচ সিচুয়েশনে হৃদয়কে টার্গেট দিচ্ছিলেন তিনজন ই। তবে ইনডোরে হৃদয়ে ব্যাটে বলে মিললেও লক্ষ্য একটাই লাল সবুজের জার্সি চেপে দলকে সাফল্য এনে দেওয়া।

এএইচ