দেশে এখন
0

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতিসৌধ

আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। রঙ-তুলিতে সাজিয়ে তোলা হয়েছে পুরো এলাকা। আল্পনায় উঠে এসেছে বিজয়ের আনন্দচিত্র। মহান বিজয় দিবস ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজয় দিবসের প্রথম প্রহরে বীর সন্তানদের শহীদ বেদিতে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাসহ দেশের বিশিষ্টজন। সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে স্মৃতিসৌধ। নামবে সাধারণ মানুষের ঢল। আয়োজনকে কেন্দ্র করে অনেকটাই প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। রঙ-তুলির শেষ আঁচড়ে স্পষ্ট হচ্ছে সৌন্দর্য বর্ধনের কাজ। প্রধান ফটক থেকে বেদি পর্যন্ত সাজিয়ে তোলা হয়েছে নানা বর্ণের বর্ণিলতায়।

গেল একমাস ধরে স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধনের কাজ করছে গণপূর্ত অধিদপ্তর। সড়কের পাশে স্থাপন করা হয়েছে রঙিন গাছ। ছোটবড় গাছ ও ফুলের গাছগুলো কেটেছেটে করা হয়েছে পরিপাটি।

গণপূর্ত অধিদপ্তর বলছে, বিজয় দিবসের আনুষ্ঠানিকতার জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। নিরাপত্তার বিষয়টিও সর্বোচ্চ পর্যায়ে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানায় পুলিশ।

জাতীয় স্মৃতিসৌধ গণপূর্ত বিভাগ উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কারসহ সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে, মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টামণ্ডলী এবং লাখো জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য সব প্রস্তুত রয়েছে।’

ডিআইজি ঢাকা রেঞ্জ একেএম আওলাদ হোসেন বলেন, ‘আমরা বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা দিয়ে আসছি, এই নিরাপত্তা ব্যবস্থা সব শেষ হওয়ার পর্যন্ত চলবে।’

মহান বিজয় দিবসের সকালে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হবে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা। এরপর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে সৌধের ফটক।

এএম