‘ফেলে দেয়া সিগারেট’ থেকে সাভারে বাসে আগুন

সাভারে বাসে আগুন
সাভারে বাসে আগুন | ছবি: সংগৃহীত
0

সাভারের আশুলিয়ার ইপিজেড এলাকায় থেমে থাকা লাব্বাইক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়াস সার্ভিস ধারণা করছে, ফেলে দেওয়া সিগারেটের অংশ থেকে আগুন ছড়াতে পারে। এতে বাসের বেশিরভাগ পুড়ে গেলেও কোনো হতাহত হয়নি।

গতকাল (রোববার, ১৮ মে) দিবাগত রাত ১২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা না গেলেও ফায়ার সার্ভিস ধারণা করছে, ফেলে দেয়া সিগারেটের অংশ থেকে এ ঘটনা ঘটতে পারে।



সেজু