এমন দাবি করে তাইওয়ান বলছে, এরপর থেকে দ্বীপাঞ্চলের আশপাশে সামরিক উপস্থিতি বাড়িয়েছে তাইপে। আজ (সোমবার, ৯ ডিসেম্বর) তাইওয়ানের আশপাশে আকাশসীমার পাশাপাশি কোস্টগার্ডের নৌযান থাকবে, এমন সাতটি সংরক্ষিত এলাকা ঘোষণা করেছে।
তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তে'র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভ্রমণকে ঘিরে পূর্বাঞ্চলের ফুজিয়ান আর ঝেইজিয়াং প্রদেশে সাময়িকভাবে আকাশসীমা সংরক্ষিত করে রেখেছে।
সাধারণত এই জোনগুলো নির্ধারিত সময়ের জন্য সংরক্ষিত করে রাখা যায় আন্তর্জাতিক নীতি অনুযায়ী। তাইপে জানিয়েছে, তাইওয়ানের আশপাশে ৯০টিরও বেশি নৌযান রয়েছে।