৫ উইকেটের বিনিময়ে ৮৬ রানে দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। দলীয় ৯৬ রানের মধ্যে ফিরে যান আগের দিনের দুই অপরাজিত ব্যাটার টম ব্লান্ডেল এবং উইলিয়াম ও'রুর্কি।
দুজনকে একই ওভারে বিদায় করেন ব্রাইডন কার্স। হ্যাটট্রিক সহ কিউইদের শেষ ৩ উইকেট একাই তুলে নেন অ্যাটকিনসন। প্রথম ইনিংসে সফরকারীদের ২৮০ রানের জবাবে নিউজিল্যান্ড থামে মাত্র ১২৫ রানে।
দ্বিতীয় ইনিংসে শুরুতেই উইকেট হারালেও ডাকেট-বেথেল ও হ্যারি ব্রুক ও রুটের অর্ধশতকে রানের পাহাড় গড়ে ইংলিশরা।
সেঞ্চুরির আক্ষেপ নিয়ে বেন ডাকেট ৯২ ও জ্যাক বেথেল ৯৬ রানে আউট হয়েছেন। ক্রিজে এখনো ৭৩ রানে জো রুট আর ৩৫ রানে বেন স্টোকস অপরাজিত আছেন।
কিউইদের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন টিম সাউদি ও ম্যাট হেনরি।