প্রথম ইনিংসের পাওয়া ১৫১ রানের লিড ম্যাচ জয়ের ভিত্তি গড়ে দিয়েছিলো বেন স্টোকসদের। ম্যাচে ফিরতে হলে অভিনব কিছু করে দেখাতে হতো কিউইদের।
কিন্তু ঘরের মাঠে দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি নিউজিল্যান্ড ব্যাটাররা। চতুর্থ দিন শেষে মাত্র ৪ রানের লিড নেয়া কেন উইলিয়ামসনের দল শেষ দিনে ১০৪ রানের লক্ষ্য দিতে পারে সফরকারী ইংল্যান্ডকে।
ছোট টার্গেটে খেলতে নেমে ছিয়াত্তর বলেই ১০৪ রান তুলে জিতে নিয়ে ক্রো-থর্প ট্রফিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো ইংলিশরা। আর অভিষেক টেস্টেই ক্যারিয়ারের প্রথম অর্ধশতক হাঁকিয়েছেন জ্যাকব বেথেল।