তবে ত্রাতা হিসেবে আবির্ভূত হয়ে বায়ার্নকে হার থেকে রক্ষা করেন জামাল মুসিয়ালা। টানা সাত ম্যাচ জয়ের পর ফেভারিট বায়ার্ন মিউনিখের জয়রথ থামাল বুরুশিয়া ডর্টমুন্ড।
কষ্টার্জিত এক পয়েন্ট নিয়েই তাই সন্তুষ্ট থাকতে হলো ভিনসেন্ট কোম্পানির শিষ্যদের। ম্যাচে ৬৭ শতাংশ বল পজেশন রাখা বায়ার্ন গোলের জন্য মোট শট নিয়েছিলো ১৪ টি। এর মধ্যে লক্ষ্যে ছিলো পাঁচটি।
তবে ২৭ মিনিটে হঠাৎ পাওয়া সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় ডর্টমুন্ড। আর ৮৫ মিনিটে দুর্দান্ত হেডে সমতা ফেরান মুসিয়ালা।অবশ্য ড্র করলেও ১২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল বায়ার্ন।