দেশে এখন
0

গাজীপুরে শ্রমিক আহতের ঘটনায় চার বাসে আগুন-ভাঙচুর

গাজীপুরের তারগাছ এলাকায় বাসের ধাক্কায় কারখানার এক নিরাপত্তা কর্মী আহত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে চারটি বাসে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত শ্রমিকরা।

গতকাল (শনিবার) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। এতে করে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বিষয়টি নিশ্চিত করে জানান, অনন্ত ক্যাজুয়াল নামে একটি কারখানার নিরাপত্তা কর্মী বাসের ধাক্কায় আহত হন। এ ঘটনায় কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা চারটি বাসে অগ্নিসংযোগ করে। এছাড়াও বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলে শ্রমিকরা তাদের বাধা দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

এএইচ