লেবাননের বৈরুতে ইসরাইলি বিমান হামলায় অন্তত ২৯ জনের প্রাণহানির পর হিজবুল্লাহ এই পাল্টা হামলা চালাল।
তেল আবিবের কাছে থাকা একটি ভবনে হিজবুল্লাহর ছোড়া রকেট আঘাত হেনেছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।
এছাড়া ইসরাইলের দক্ষিণাঞ্চলের আশদ নৌঘাঁটিতে ড্রোন ব্যবহার করে হামলা চালানোর দাবি করছে হিজবুল্লাহ।
এসব হামলায় ১০ জনের বেশি ইসরাইলি আহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে হিজবুল্লাহর যোদ্ধারা ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর লেবাননের একটি গুরুত্বপূর্ণ পাহাড় থেকে পিছু হটতে বাধ্য হয়েছে স্থল অভিযানে থাকা ইসরাইলি সেনারা।