শিক্ষা
দেশে এখন
0

বিদ্যুৎস্পৃষ্টে আইইউটির শিক্ষার্থী হতাহতের ঘটনায় তদন্ত কমিটি

গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু ও হতাহতের ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে একটি জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং অপর কমিটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

আজ (শনিবার, ২৩ নভেম্বর) দুপুরে গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনের বিষয় নিশ্চিত করে জানান, আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটিতে পুলিশ, পল্লী বিদ্যুৎ ও বিআরটিসি কর্তৃপক্ষের প্রতিনিধি রাখা হয়েছে।

বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে এসে কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন বলেন, ‘তদন্তে যাদের বিরুদ্ধে গাফিলতির প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হবে। রিসোর্ট, বিশ্ববিদ্যালয় এবং পল্লী বিদ্যুৎ এই তিন কর্তৃপক্ষের গাফিলতিকে প্রাধান্য দিয়ে তদন্ত কাজ শুরু হয়েছে।’

এদিকে, শনিবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি রাকিবুল ইসলামকে প্রধান করে তদন্ত কমিটি করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্টের ডিনদেরও এই কমিটিতে রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি রাকিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটা একটি দুর্ঘটনা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিতে বিভিন্ন ডিপার্টমেন্টের ডিনদেরও রাখা হয়েছে।’

নিহত শিক্ষার্থীদের পরিবার এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

এএইচ