ক্রিকেট
এখন মাঠে
0

প্রথমবার টেস্টে নেতৃত্ব দেয়া মিরাজের পাশেই থাকছেন বিসিবি সভাপতি

প্রয়োজনে দেবেন পরামর্শ

ওয়েস্ট ইন্ডিজে প্রথমবার টেস্টে নেতৃত্ব দেয়া মেহেদি মিরাজের পাশে দাঁড়াচ্ছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জানিয়েছেন, সাবেক অধিনায়ক হিসেবে যেকোনো পরামর্শ দিতে প্রস্তুত তিনি। এদিকে আসন্ন আইপিএলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের ছাড়পত্রের নিশ্চয়তা দিয়েছেন বিসিবি প্রধান।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টেস্ট লড়াইয়ে নেমেছে বাংলাদেশ দল। মুশফিকসহ অভিজ্ঞরা নেই দলে, ইনজুরির কারণে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল শান্তও। ফলে আনকোরা টাইগার দলের নেতৃত্ব দিচ্ছেন মেহেদি হাসান মিরাজ।

ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলতে নামলেও, জাতীয় দলে প্রথমবার ক্যাপ্টেনের আর্মব্যান্ড পড়েছেন তিনি। এবার মিরাজের পাশে দাঁড়াচ্ছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জানিয়েছেন, সাবেক অধিনায়ক হিসেবে সব ধরনের সহায়তা করবেন তিনি।

তিনি বলেন, ‘যদি তারা আমরা অভিজ্ঞতা সম্পর্কে জানতে চায় তাহলে এ হেল্পটা আমি করবো। আমার ইনপুটের ধরণ হচ্ছে চিন্তার জায়গাটা আরেকটা খুলে দেয়া।’

এদিকে আসন্ন আইপিএলের নিলামে নাম আছে ১৩জন বাংলাদেশি ক্রিকেটারের। যেখান থেকে মোস্তাফিজ-তাসকিনদের দল পাওয়ার সম্ভাবনাই বেশি। তবে প্রতিবারই ক্রিকেটারদের ছাড়পত্র নিয়ে বিপত্তি বাধে। এবার বিসিবি সভাপতি আগেভাগেই জানিয়ে রাখলেন, জাতীয় দলের ব্যস্ততা না থাকলে সবাই পাবেন এনওসি।

বিসিবি সভাপতি বলেন, যদি ওরা চান্স পায়, এটা দেশের জন্য বিরাট একটা এক্সপোজার। যদি দেশের কোনো কমিটমেট না থাকে তাহলে যারাই খেলার সুযোগ পাবে তাদের স্বাগত জানাব আমি।’

আগামীকাল এবং পরশুদিন সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। আসর শুরু হবে ১৪ই মার্চ।

এএইচ