অর্থনীতি , প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

স্টার্ট-আপ অ্যানথ্রোপিকে ৪শ কোটি ডলার বিনিয়োগ ঘোষণা অ্যামাজনের

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা স্টার্ট-আপ অ্যানথ্রোপিকে আরো ৪শ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে অ্যামাজন।

এতে প্রতিষ্ঠানটির মোট বিনিয়োগ দাঁড়ালো ৮শ কোটি ডলারে। ওপেন এআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে অ্যানথ্রোপিককে তৈরি করতে কাজ করছেন জেফ বেজোসের অ্যামাজন।

প্রতিষ্ঠানের ক্লাউড সফটওয়্যার ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে অ্যানথ্রোপিককে। অন্যদিকে অ্যানথ্রোপিকের পরিকল্পনা, নিজস্ব ফাউন্ডেশনের মডেল দেয়া হবে অ্যামাজনের ট্রাইনিয়াম ও ইনফেরেনশিয়া চিপে।

ওপেনএআইয়ে সাবেক কর্মকর্তারা ২০২১ সালে তৈরি করেন নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক।

ইএ